প্রতিষ্ঠান প্রধানের বানী
এইতো সেদিন ১৯৯৩ সাল, বড়বাড়ীয়া গ্রামের জনসাধারনের দীর্ঘদিনের প্রত্যাশা--গ্রামে একটা বালিকা বিদ্যালয় চাই । শুরু হল জল্পনা কল্পনা, সাথে ঐকান্তিক প্রচেষ্টা । জনাব মোঃ আলমগীর হোসেন ও জনাব মোঃ সওকাত আলী ফকিরের বৈঠকে একতাবদ্ধ হলেন এই দুই বীরপুরুষ । যাদের প্রচেষ্টা ছিল অবর্ননীয় । সাথে প্রেরনা যুগিয়েছিলেন মোঃ নুরুল ইসলাম ফকির (খোকা ফকির) যার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল বাড়ীর পার্শ্বে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা। এছাড়া মুন্সী হায়াত আলী, নুরুল হালিম ,শচীন ঢালী নিত্যানন্দ সমাদ্দার সহ গ্রামের আপামর জনগন । চলল এবার স্থান নির্বাচনের পালা। নানা মুনির নানা মত শেষে ছায়া সুনিবিড়, শান্তির নীড় একটা মনোরম পরিবেশে বিদ্যালয়টি স্থাপনের নিমিত্তে এই স্থানটি নির্ধারিত হল। জনাব মোঃ আলমগীর হোসেন প্রাথমিক পর্যায়ে বিদ্যালয়টির ব্যয়ভার বহন করেন। সাহায্যের হাত বাড়িয়ে দেন মোঃ সওকাত আলী ফকির, মোঃ নুরুল ইসলাম ফকির, মুন্সী হায়াত আলী সহ আরো অনেক দাতা সদস্য। যার নামে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি জনাব মোঃ জোনাব আলী ফকির, তিনি নিজ হাতে ইট বহন করে বিদ্যালয়টির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পিছনে সকলেরই ছিল ইতি বাচক ধারনা। তাইতো অবশেষে সকলের প্রেরনায়, জনাব মোঃআলমগীর হোসেন এর অর্থায়নে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় জনগনের বহু দিনের লালায়িত ও আকাংখিত স্বপ্ন “বড়বাড়ীয়া জোনাব আলী ফকির মাধ্যমিক বালিকা বিদ্যালয়।“ স্বপ্ন যেন বাস্তবে রুপ নিল আলাদীনের কুপির গল্পের মতো ।
